প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের বর্বরতা পৃথিবীর ইতিহাসে বিরল। নিজ নাগরিকদের হত্যা করে গণকবর দেওয়া কোনো সভ্য রাষ্ট্রে কল্পনাতীত। জুলাই গণঅভ্যুত্থানে রায়ের বাজারে বেওয়ারিশ দাফন করা ১১৪ মৃতদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করেছে সিআইডি।
বুধবার যমুনায় প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে তিনি বলেন, এই উদ্যোগ নিখোঁজ পরিবারের জন্য ন্যায়ের পথে অগ্রগতি। সত্য চাপা থাকে না। শহীদদের পরিচয় ফিরে আসবে, আত্মত্যাগ ইতিহাসে লিপিবদ্ধ হবে। এটি ফরেনসিক কার্যক্রম নয়, মানবিকতা পুনরুদ্ধার ও ন্যায়ের সাহসী পদক্ষেপ।
মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় ৭-২৭ ডিসেম্বর নমুনা সংগ্রহ হয়। ৯ পরিবার নমুনা দিয়ে ৮ শহীদ শনাক্ত: সোহেল রানা (৩৮), রফিকুল ইসলাম (৫২), আসাদুল্লাহ (৩২), মাহিন মিয়া (৩২), ফয়সাল সরকার (২৬), পারভেজ বেপারী (২৩), কাবিল হোসেন (৫৮), রফিকুল ইসলাম (২৯)। সবাই বুলেটবিদ্ধ।
আন্তর্জাতিক বিশেষজ্ঞ ড. মরিস টিডবাল বিনজ পরামর্শ দেন। নিখোঁজ পরিবারকে হটলাইন ০১৩২০০১৯৯৯৯-এ যোগাযোগের অনুরোধ।
সিআইডি প্রধান ছিবগাত উল্লাহ বলেন, এক মায়ের নিয়মিত আসা ও গাছের নিচে কবরে সন্তান পাওয়ার ঘটনা হৃদয়বিদারক। ঘটনাস্থলে ল্যাব তৈরি করে পুলিশের সক্ষমতা বেড়েছে।







