ভারতীয় উগ্রবাদের হুমকিতে আইপিএল হাতছাড়া, ৭ বছর পর পিএসএলের বড় চমক মোস্তাফিজুর রহমান

বিশ্ব ক্রিকেটের অন্যতম জনপ্রিয় পেসার মোস্তাফিজুর রহমান তথা ‘দ্য ফিজ’-এর জন্য ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দরজা সাময়িকভাবে বন্ধ হয়ে গেলেও, তাঁর চাহিদাতে যে কোনো ভাটা পড়েনি, তার প্রমাণ মিলল হাতেনাতেই। ভারতীয় উগ্রবাদীদের হুমকি এবং বিসিসিআইয়ের আকস্মিক নির্দেশনায় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ পড়ার পর এবার পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ ‘পাকিস্তান সুপার লিগ’ (পিএসএল)-এ নাম লিখিয়েছেন এই বাঁহাতি পেসার। পিএসএলের এগারোতম আসরে মোস্তাফিজের যোগদানের বিষয়টি টুর্নামেন্টের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডেল থেকে বেশ ঘটা করেই প্রচার করা হয়েছে। সেখানে মোস্তাফিজের একটি বিধ্বংসী ছবি পোস্ট করে ব্যাটারদের সতর্ক করে দিয়ে বলা হয়েছে, “ব্যাটসম্যানদের এবার সাবধানে খেলতেই হবে… এইচবিএল পিএসএল ১১-এ যোগ দিলেন মোস্তাফিজুর রহমান।”

এবারের আইপিএল নিলামে মোস্তাফিজকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি পড়ে গিয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে। শেষ পর্যন্ত চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসকে টেক্কা দিয়ে ৯ কোটি ২০ লাখ রুপির রেকর্ড মূল্যে তাঁকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এটি ছিল আইপিএলের ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের পাওয়া সর্বোচ্চ দাম। তবে রাজনৈতিক অস্থিরতা ও উগ্রবাদীদের হুমকির মুখে বিসিসিআই কেকেআরকে নির্দেশ দেয় মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দিতে। কোনো সুনির্দিষ্ট বা যৌক্তিক কারণ ছাড়াই এমন সিদ্ধান্তের ফলে মোস্তাফিজের আইপিএল স্বপ্ন থমকে গেলেও, ক্রিকেটবিশ্বে তাঁর কদর যে কমেনি, পিএসএলে তাঁর অন্তর্ভুক্তি সেটিই প্রমাণ করে। আইপিএলে তাঁকে হারানো কলকাতার জন্য বড় ক্ষতি হলেও পিএসএলের জন্য এটি একটি বিশাল প্রাপ্তি হিসেবে দেখা হচ্ছে।

আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া পিএসএলের এবারের আসরটি হবে ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন, কারণ এবারই প্রথমবারের মতো ৮টি দল নিয়ে টুর্নামেন্টটি আয়োজিত হতে যাচ্ছে। দীর্ঘ সাত বছর পর মোস্তাফিজ এই লিগে ফিরছেন। এর আগে ২০১৮ সালে তিনি লাহোর কালান্দার্সের হয়ে মাঠ মাতিয়েছিলেন। যদিও প্লেয়ার্স ড্রাফট থেকে তিনি কোন দলের হয়ে খেলবেন তা এখনো চূড়ান্ত হয়নি, তবে বিশ্বের অন্যতম সেরা ডেথ ওভার স্পেশালিস্টকে দলে পেতে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে যে তুমুল প্রতিযোগিতা হবে, তা আগেভাগেই আঁচ করা যাচ্ছে। ৩ মে পর্যন্ত চলা এই আসরে মোস্তাফিজের সেই চিরচেনা স্লোয়ার আর কাটারে কুপোকাত হতে হবে বিশ্বসেরা ব্যাটারদের, এমনটাই প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের। ভারতের মাঠে খেলতে না পারলেও পাকিস্তানের মাটিতে ‘ফিজ’ ম্যাজিক দেখার অপেক্ষায় প্রহর গুনছে ভক্তরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top