জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জামায়াতে ইসলামীসহ ৮ দলের সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতায় যোগ দিচ্ছেন না। রোববার রাতে ফেসবুক পোস্টে তিনি বলেন, “আমাকে জোট থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘদিনের নীতিগত অবস্থান ধরে রাখা আমার কাছে গুরুত্বপূর্ণ। এনসিপির অংশ হচ্ছি না।”
মাহফুজ আলম লেখেন, নাগরিক কমিটি ও এনসিপি জুলাইয়ের সম্মুখসারির নেতৃত্বে গড়ে উঠেছে। গত দেড় বছর তিনি পরামর্শ ও নীতিগত সহযোগিতা করেছেন। কিন্তু বর্তমান বাস্তবতায় এ সম্পর্ক থাকছে না। জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান অটুট থাকবে।
তিনি বলেন, নতুন রাজনৈতিক-অর্থনৈতিক ব্যবস্থা, ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই, সামাজিক ফ্যাসিবাদ মোকাবিলা, দায়-দরদের সমাজ গড়ার নীতিতে অটল থাকবেন। বিকল্প তরুণ-জুলাই শক্তির উত্থান অত্যাসন্ন।
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে মাহফুজের পক্ষে। তাঁর ভাই এনসিপির মাহবুব আলম একই আসনে দলীয় মনোনয়ন নিয়েছেন।
এনসিপিতে জামায়াত জোট নিয়ে বিভক্তি বাড়ছে। অনেক গুরুত্বপূর্ণ নেতা দল ছেড়েছেন বা বিরোধিতা করছেন।







