শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। শনিবার অবস্থান কর্মসূচি থেকে তিনি বলেন, “প্রধান উপদেষ্টার আশ্বাসেও রাজপথ ছাড়ব না। এক মাস লাগলে এক মাস থাকব। জান দেব, জুলাই দেব না।”
শুক্রবার দুপুর থেকে শাহবাগ অবরোধ করে অবস্থান নিয়েছেন শত শত কর্মী। শীত উপেক্ষা করে খোলা আকাশের নিচে বসে স্লোগান, কবিতা আবৃত্তি, গান চলছে। নারী-শিশুরাও যোগ দিয়েছেন। ভর্তি পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে সহায়তা করেছেন স্বেচ্ছাসেবকেরা।
তারেক রহমান কবর জিয়ারত করতে এলে সাময়িক সরে যান কর্মীরা। পরে আবার অবস্থান নেন। স্লোগানে মুখরিত: “উই ওয়ান্ট জাস্টিস”, “দিল্লি না ঢাকা”, “হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না”।
আবদুল্লাহ আল জাবের বলেন, “যারা জুলাইকে বিক্রি করেছে, তাদের জনগণ চিনেছে। প্রশাসনের পক্ষপাতিত্ব দেখলে আবার রাজপথে নামবে তরুণ প্রজন্ম।”
সিলেটে চৌহাট্টায় শহীদ মিনারের সামনে অবস্থান। কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধে যানজট। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান।







