এনসিপিতে জামায়াত জোট নিয়ে বিদ্রোহ: ৩০ নেতার আপত্তি ও নাহিদকে চিঠি

জামায়াতে ইসলামীসহ ৮ দলের সঙ্গে জোট বা আসন সমঝোতার বিরুদ্ধে কেন্দ্রীয় ৩০ নেতা চিঠি দিয়ে আপত্তি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে।

চিঠিতে বলা হয়েছে, জামায়াতের ১৯৭১-এর স্বাধীনতাবিরোধী ভূমিকা, গণহত্যায় সহযোগিতা এবং জুলাই অভ্যুত্থানের পর বিভাজনমূলক কর্মকাণ্ড এনসিপির আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। জোটে গেলে দলের নৈতিক অবস্থান দুর্বল হবে।

নেতারা বলেন, দল স্বতন্ত্রভাবে ৩০০ আসনে লড়ার ঘোষণা দিয়েছে। অল্প সিটের লোভে জোটে যাওয়া জাতির সঙ্গে প্রতারণা।

যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেন, ২১৪ সদস্যের মধ্যে ১৮৪ জন জোটের পক্ষে, ৩০ জন বিপক্ষে। সংখ্যাগরিষ্ঠের মতামতেই চূড়ান্ত সিদ্ধান্ত।

স্বাক্ষরকারীদের মধ্যে খালেদ সাইফুল্লাহ, মুশফিক উস সালেহীন, আরমান হোসাইন, নুসরাত তাবাসসুম, খান মো. মুরসালীন, রফিকুল ইসলাম আইনী।

এদিকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা স্বতন্ত্র প্রার্থী হয়ে পদত্যাগ করছেন। শনিবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এ কথা জানান তিনি। এনসিপি থেকে তাসনিম জারা পদত্যাগ করছেন বলেও জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top