ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে ফেনীতে শোক ও সংহতি সমাবেশে জুলাই আন্দোলনের নেতারা সংস্কারের পক্ষে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা ব্যালট বিপ্লব চেয়েছিলাম। কিন্তু কিছু দল সিটের লোভে একীভূত হচ্ছে। এটা দলের প্রতি অন্যায়। জুলাই বিপ্লব চেয়েছিলাম, কিন্তু কেউ কেউ বুলেট বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে। হাদি ভাই শিখিয়েছেন—জান দেব, জুলাই দেব না।”
তিনি প্রশাসনের সমালোচনা করে বলেন, “কিছু কর্মকর্তা এক দলের দালালি করছে। হাদি হত্যার বিচার না হলে আবার তরুণ প্রজন্মের মুখোমুখি হতে হবে।”
প্রধান অতিথি এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, “সন্ত্রাসের কাছে বাংলাদেশ কখনো মাথা নত করেনি। নির্বাচন হবে হাদি হত্যার বিচার ও সংস্কারের নির্বাচন। সংস্কারপক্ষীয়রা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করুন।”
বিশেষ অতিথি এনসিপির সামান্তা শারমিন বলেন, “সিটের লোভে দল বিক্রি করলে রাষ্ট্রের শক্তি হওয়া যায় না। তরুণ প্রজন্ম ফ্যাসিবাদ হটিয়েছে, নির্বাচনেও ভূমিকা রাখবে।”
সভাপতিত্ব করেন মাস্টার আহসানুল্লাহ। বক্তব্য দেন জাহিদুল ইসলাম সৈকত, শাহ আলম বাদল প্রমুখ।







