দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে আগামীকাল তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে পূর্বাচলের ৩০০ ফিট সড়ক উৎসবে মুখর। বুধবার রাতেই লাখো নেতাকর্মী সমাগমে এলাকা জনসমুদ্রে পরিণত।
কুড়িল থেকে মঞ্চ পর্যন্ত সড়ক পদচারণায় গমগম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মীরা খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। তাদের কাছে এ রাত ‘চাঁদরাতের’ মতো আনন্দের।
স্লোগানে মুখরিত: “লিডার আসছেন”। প্ল্যাকার্ড, গান, উচ্ছ্বাসে উৎসবমুখর পরিবেশ। হকাররা খাবার-পানি বিক্রি করছেন। স্পিকারে গানে কর্মীরা উজ্জীবিত।
রাতে আইজিপি ড. বাহারুল আলম এলাকা পরিদর্শন করেন। বিপুল পুলিশ মোতায়েন।
রংপুরের রাজু আহমেদ বলেন, “নেতার ফেরা উৎসবের দিন। কষ্ট ভুলে এসেছি।” জামালপুরের রফিকুল ইসলাম বলেন, “এ রাত চাঁদরাতের মতো। সারারাত থাকব।” কুড়িগ্রামের নুর আলম বলেন, “১৭ বছরের অপেক্ষা শেষ।”
বিএনপি সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে সরাসরি মঞ্চে যাবেন তারেক রহমান। ৪৮x৩৬ ফুট মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। রিজভী বলেন, “৫০ লাখ মানুষের সমাগম হবে।”







