দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুরু

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। বুধবার রাতে লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি।

বিমান বাংলাদেশের বিজি ২০২ ফ্লাইটে বিজনেস ক্লাসে স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সানি, প্রেস উইং সদস্য সালেহ শিবলী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দীন সঙ্গে থাকবেন। আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাফিয়া ও জাহিয়া যোগ দিতে পারেন। নিজস্ব খরচে মাহিদুর রহমান, মুজিবুর রহমান মুজিব, খছরুজ্জামান খছরুসহ অনেকে যাচ্ছেন। ইউরোপের বিএনপি নেতারা ইকোনমি ক্লাসে যোগ দিচ্ছেন। সব মিলিয়ে ৫০ জনের বেশি।

বৃহস্পতিবার সিলেটে যাত্রাবিরতির পর বেলা ১১:২০-এ ঢাকায় পৌঁছাবেন। বিমানবন্দরে স্থায়ী কমিটির সদস্যরা অভ্যর্থনা জানাবেন। রজনীগন্ধা লাউঞ্জে সংক্ষিপ্ত বৈঠকের পর ৩০০ ফুট সড়কে গণসংবর্ধনায় যোগ দেবেন। সেখানে ধন্যবাদ জানিয়ে শুকরিয়া আদায় করবেন। পরে এভারকেয়ারে মা খালেদা জিয়াকে দেখতে যাবেন। মেডিকেল বোর্ডের সঙ্গে কথা বলবেন। রাতে গুলশানের বাসায় ফিরবেন।

যুক্তরাজ্য বিএনপির নেতা আবুল কালাম আজাদ বলেন, “তারেক রহমান পরিবার ও স্টাফ নিয়ে ফিরছেন। অনেকে নিজ খরচে যোগ দিচ্ছেন।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top