বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মীদের যাতায়াত সহজ করতে ১০টি বিশেষ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে। বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত ভাড়ায় আগামী বৃহস্পতিবার এই ট্রেনগুলো পরিচালিত হবে। এছাড়া নিয়মিত ট্রেনে ১৭টি বাড়তি কোচ যুক্ত করা হচ্ছে।
রেলপথ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইঞ্জিন সংকট থাকলেও বিএনপির চাহিদার ১১টির মধ্যে ১০টি ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে। এতে রেলওয়ে প্রায় ৩৬ লাখ টাকা ভাড়া পাবে। কিছু নিয়মিত ট্রেন একদিনের জন্য বাতিল করা হয়েছে—যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।
বিশেষ ট্রেনের রুট: কক্সবাজার-ঢাকা, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা, টাঙ্গাইল-ঢাকা, ভৈরব-নরসিংদী-ঢাকা, জয়দেবপুর-ঢাকা, পঞ্চগড়-ঢাকা, খুলনা-ঢাকা, চাটমোহর-ঢাকা, রাজশাহী-ঢাকা, যশোর-ঢাকা। ট্রেনগুলো ঢাকায় এসে কর্মসূচি শেষে ফিরে যাবে। নির্বাচনী আচরণবিধি মানতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রায় ১৭ বছর পর লন্ডন থেকে তারেক রহমানের ফেরাকে স্মরণীয় করতে ৩০০ ফুট সড়কে সংবর্ধনার আয়োজন করেছে বিএনপি।
রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “গণতন্ত্রের অভিযাত্রায় যাত্রীদের সাময়িক অসুবিধা মেনে নেবেন বলে আশা করি।







