সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে ফিরেছে। শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে লাশবাহী কফিন অবতরণ করে।
সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম লাশ গ্রহণ করেন। উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি, ইউনিসফা মিশনের প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, সামরিক বেসামরিক প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।
আগামীকাল রোববার ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। পরে হেলিকপ্টারে করে নিজ নিজ গ্রামে পাঠিয়ে যথাযথ সামরিক মর্যাদায় দাফন করা হবে।
১৩ ডিসেম্বর আবেই এলাকায় হামলায় ছয় শান্তিরক্ষী শহীদ এবং নয়জন আহত হন। আহতদের মধ্যে আটজন নাইরোবির আগা খান হাসপাতালে চিকিৎসাধীন। সবাই শঙ্কামুক্ত।







