ইসরায়েলি সেনারা সিরিয়ার অধিকৃত গোলান হাইটসের কুনেইত্রা এলাকায় অগ্রসর হয়ে আইন জিওয়ান ও আল-আজরাফ গ্রামে দুটি সামরিক চেকপয়েন্ট স্থাপন করেছে।
দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের প্রায় প্রতিদিনের অনুপ্রবেশ, গ্রেপ্তার, জমি বুলডোজার করা ও চেকপয়েন্ট স্থাপনে জনরোষ বাড়ছে। শুক্রবার আল-সালাম শহরে বিক্ষোভ হয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় টিভি এটিকে সার্বভৌমত্ব লঙ্ঘন বলেছে। সানা জানায়, আল-আশা, বির আজামসহ কয়েকটি গ্রামে অগ্রসর হয়েছে ইসরায়েল।
আসাদের পতনের পর ইসরায়েল ১৯৭৪-এর বিচ্ছিন্নতা চুক্তি বাতিল ঘোষণা করে। গত এক বছরে ৬০০-এর বেশি হামলা চালিয়েছে। প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেন, এগুলো অত্যন্ত বিপজ্জনক।
সিরিয়া-ইসরায়েল আলোচনায় যুদ্ধবিরতি ও প্রত্যাহারের চেষ্টা চলছে। যুক্তরাষ্ট্র ১৯৭৪ চুক্তি পুনরুদ্ধারে মধ্যস্থতা করছে।
পিপলস নিউজ সিরিয়ার সংকটের খবরে আপনার সাথে আছে।
সোর্স: আল জাজিরা







