দীর্ঘদিনের স্বৈরাচারবিরোধী যুগপৎ আন্দোলনের রাজপথের মিত্রদের নির্বাচনী মাঠেও পাশে রাখতে চাইছে বিএনপি। এর ধারাবাহিকতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র মঞ্চের তিন শীর্ষ নেতাকে আসন ছেড়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের এক বৈঠকের পর এই নির্বাচনী সমঝোতার আভাস পাওয়া গেছে। মঞ্চের প্রভাবশালী একাধিক নেতার ভাষ্যমতে, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিকে আনুষ্ঠানিক সমর্থন দেওয়ার বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে বিএনপি।
দীর্ঘদিনের রাজনৈতিক লড়াইয়ের প্রতিদান হিসেবে এই তিন প্রভাবশালী নেতাকে তাঁদের কাঙ্ক্ষিত আসনে ছাড় দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। নির্ভরযোগ্য সূত্রমতে, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে তাঁর দীর্ঘদিনের বিচরণক্ষেত্র বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে লড়তে বলা হয়েছে। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের জন্য বরাদ্দ হতে যাচ্ছে রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ ঢাকা-১২ আসন। অন্যদিকে, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিকে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনটি ছেড়ে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
এই সমঝোতার বিষয়ে মাহমুদুর রহমান মান্না জানিয়েছেন, বিএনপি তাঁদের দলের পক্ষ থেকে বগুড়া-২ আসনটি ছেড়ে দেওয়ার স্পষ্ট আশ্বাস দিয়েছে। বিএনপির হাইকমান্ড তাঁদের শীর্ষ নেতাদের এই আসন ছাড় দেওয়ার বিষয়ে রাজি হওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। প্রায় একই ধরনের মন্তব্য করেছেন সাইফুল হকও। তিনি জানান, ঢাকা-১২ আসন থেকে তাঁকে মনোনয়ন দেওয়ার বিষয়টি বিএনপি ইতিবাচকভাবে গ্রহণ করেছে এবং এটি এখন চূড়ান্ত হওয়ার পথে। তবে জোনায়েদ সাকির সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা সম্ভব না হলেও মঞ্চের অন্য নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনপি ও গণতন্ত্র মঞ্চের এই যুগপৎ নির্বাচনী যাত্রাকে রাজনৈতিক বিশ্লেষকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। গণতন্ত্র মঞ্চের নেতারা জানিয়েছেন, বিএনপির এই সিদ্ধান্তের বিষয়টি তাঁরা দলীয় ও জোটগতভাবে আলোচনা করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন। উল্লেখ্য, এই প্রক্রিয়ার অংশ হিসেবে গত বুধবারও অপর জোটসঙ্গী ১২ দলীয় জোটের সঙ্গে আসন বণ্টন নিয়ে বিস্তারিত বৈঠক করেছে বিএনপি। মূলত বিরোধী শিবিরের ঐক্য অটুট রেখে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের দিকেই এগোচ্ছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি।







