জুলাই ঐক্যের হুঁশিয়ারি: শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতীয় হাইকমিশনে ঢুকে পড়ব

জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত সংগঠনগুলোর মোর্চা ‘জুলাই ঐক্য’ আজ বুধবার বিকেলে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি শেষ করেছে। কর্মসূচিতে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জুলাই গণহত্যার মামলায় সাজাপ্রাপ্তদের দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানায়। একইসঙ্গে ভারতীয় হাইকমিশনের সামনে অবস্থান নিয়ে হুঁশিয়ারি দেয়—হাসিনাকে ফেরত না দিলে পুলিশের বাধা উপেক্ষা করে হাইকমিশনের ভেতরে ঢুকে পড়বে।

বিকেল তিনটায় রামপুরা থেকে মিছিল শুরু হয়। বাড্ডার হোসেন মার্কেট এলাকায় পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। তখনই সড়কে বসে পড়ে বিক্ষোভকারীরা। স্লোগান ওঠে—‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ভারতীয় আধিপত্য, মানি না, মানব না’। হাতে ছিল ভারতবিরোধী প্ল্যাকার্ড।

ইসরাফিল ফরাজি বলেন, “আজ আমরা সতর্কবার্তা দিয়েছি। ভারত লবিস্ট নিয়োগ করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। যদি হাসিনাসহ খুনিদের ফিরিয়ে না দেয়, ভারতের জন্য ভালো হবে না। আজ হাজারে এসেছি, সামনে লাখে আসব।”

এ বি জুবায়ের বলেন, “নরেন্দ্র মোদি, কান খুলে শুনে রাখো। সীমান্তে গুলি বন্ধ না হলে, খুনিদের আশ্রয় দিলে—আমরা যা যা করা দরকার তাই করব। আজ হাইকমিশনের সামনে থেমেছি, সামনে ভেতরে ঢুকব।”

কর্মসূচিতে অংশ নেন সাবেক সেনা কর্মকর্তা, ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top