যেন এক রাতের ব্যবধানে ভারত-বাংলাদেশ সম্পর্কের সুর বদলে গেছে। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বিজয় দিবস অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতি ও দ্বিপাক্ষিক বন্ধুত্বের উষ্ণ বার্তা বিনিময় হয়। কিন্তু বুধবার সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (সাউথ ব্লক) বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহকে তলব করে প্রতিবাদ জানায়।
ভারতের অভিযোগ, ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা হুমকি তৈরি করা হয়েছে। এছাড়া বাংলাদেশের কিছু রাজনীতিকের ভারত-বিরোধী মন্তব্যকে ‘উসকানিমূলক’ বলে সমালোচনা করা হয়।
বিজয় দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রদূত রিয়াজ বলেছিলেন, দু’দেশের সম্পর্ক ‘অর্গানিক’—১৯৭১-এর যুদ্ধে ভারতীয় সৈন্যদের আত্মত্যাগের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। উপস্থিত ছিলেন ভারতীয় সেনা কর্মকর্তা, সাবেক কূটনীতিক, থিংকট্যাংক বিশেষজ্ঞরা।
কিন্তু পরদিন সাউথ ব্লকে তলবের পর ছবি বদলে যায়। ভারত বলছে, ‘চরমপন্থী গোষ্ঠী’র হুমকি ও রাজনৈতিক বক্তব্যে উদ্বেগ। হাসনাত আব্দুল্লাহর ‘সেভেন সিস্টার্স’ মন্তব্য, ফেলানী খাতুনের নামে সড়ক নামকরণ—এসব ইস্যু উঠে আসে।
বাংলাদেশের কূটনৈতিক সূত্র বলছে, এই তলব অপ্রত্যাশিত ছিল না। গত সপ্তাহে ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করা হয়েছিল শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে।
ভারত জোর দিয়ে বলেছে, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায়। কিন্তু দু’দেশের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগে সম্পর্কে টানাপোড়েন বাড়ছে।







