নির্বাচন দেশের অস্তিত্বের লড়াই, ভোটের মাঠে জনগণের সঙ্গে থাকবো: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন নির্বাচন কেবল পরীক্ষা নয়, এটি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন, স্বার্থ ও সম্ভাবনার সঙ্গে জড়িত। দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নও এতে লুকিয়ে আছে।

মহান বিজয় দিবসের আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, “ষড়যন্ত্র থেমে নেই। ওসমান হাদির ওপর হামলা তার প্রমাণ। জনগণ ঐক্যবদ্ধ হলে কেউ ঠেকাতে পারবে না। নির্ধারিত সময়ে নির্বাচন হবে। আমি জনগণের সঙ্গে থাকব।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘‘দেশের ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন আমাদের মহান বিজয় দিবস। যতদিন বাংলাদেশ থাকবে, কখনই এই দিবসের গুরুত্ব এবং তাৎপর্য মলিন হবে না।’’

‘‘তবে একটি বিষয় আমাদের সবার স্মরণে রাখা দরকার, সতর্ক থাকা দরকার—  সেটি হলো মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে দেশি-বিদেশি অপশক্তি অতীতের মতো এখনও সক্রিয়। সময়ের সঙ্গে সঙ্গে ষড়যন্ত্রকারীদের রঙ-রূপ- চেহারা হয়তো পাল্টেছে, চরিত্র কিন্তু পাল্টায়নি।’’

তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে সবার জন্য কাজ করবে। আগামী দশক রূপান্তরের দশক। স্বনির্ভর, সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই লক্ষ্য।”

মুক্তিযুদ্ধের চেতনা বিকৃতির অভিযোগ তুলে বলেন, “পরাজিত শক্তি এখনো সক্রিয়। বিজয়ের সুফল সবার ঘরে পৌঁছাতে নির্বাচনে বিএনপির পাশে দাঁড়ান।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top