নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, “নির্বাচন নিয়ে কোনো আশঙ্কার কারণ নেই। নির্ধারিত সময়েই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন বানচালের যেকোনো চেষ্টা ব্যর্থ হবে।”
রোববার আগারগাঁও নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীগুলো একযোগে কঠোর অবস্থানে থাকবে। চোরাগোপ্তা হামলা প্রতিহত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
বৈঠকে স্বরাষ্ট্র সচিব, সশস্ত্র বাহিনী প্রতিনিধি, আইজিপি, বিজিবি ডিজি, আনসার ডিজি ও ডিএমপি কমিশনার উপস্থিত ছিলেন।
শরিফ ওসমান হাদির হামলা নিয়ে আলোচনা হয়েছে। সন্দেহভাজনের অতীত রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। চেকপোস্ট বাড়ানো, অবৈধ অস্ত্র উদ্ধার ও গোয়েন্দা সমন্বয় জোরদার করা হবে।







