রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের ইচ্ছা: ‘অপমানিত বোধ করছি’ রয়টার্সকে সাক্ষাৎকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ফেব্রুয়ারিতে নির্বাচনের পর পদত্যাগ করতে চান। বৃহস্পতিবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি অপমানিত বোধ করছি। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সাত মাসেও আমার সঙ্গে দেখা করেননি। আমার প্রতিকৃতি দূতাবাস থেকে সরিয়ে ফেলা হয়েছে। আমার কণ্ঠস্বর রুদ্ধ করা হয়েছে।”

৭৫ বছর বয়সী সাহাবুদ্দিন ২০২৩ সালে আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হন। জুলাই অভ্যুত্থানের পর তিনি একমাত্র সাংবিধানিক কর্তৃপক্ষ হিসেবে থেকে যান। তিনি বলেন, “নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করব। তারপর সরে দাঁড়াব।”

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলে জানান তিনি। সেনাপ্রধানের কোনো ক্ষমতা দখলের উদ্দেশ্য নেই বলে নিশ্চিত করেছেন।

শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের প্রশ্নে তিনি বলেন, “রাষ্ট্রপতি হওয়ার পর আমি কোনোনো দলের সঙ্গে যুক্ত নই।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top