ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এই তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সিইসি’র এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি চ্যানেলগুলোতে প্রচার করা হয়।
নির্বাচনের তারিখ ও ভোট গ্রহণের সময়সূচি
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। দেশের ইতিহাসে এই প্রথমবার একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
গুরুত্বপূর্ণ সময়সীমা ও প্রচারণা
সিইসি তাঁর ভাষণে নির্বাচনের সময়সূচি ঘোষণা করেন:
| কার্যক্রম | সময়সীমা |
| মনোনয়ন দাখিলের শেষ দিন | ২৯ ডিসেম্বর |
| যাচাই-বাছাই | ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি |
| প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ | ২০ জানুয়ারি |
| প্রতীক বরাদ্দ | ২১ জানুয়ারি |
| প্রচার প্রচারণা শুরু | ২২ জানুয়ারি |
ব্যালটের রং ও প্রস্তুতি
একই দিনে দুটি নির্বাচন হওয়ায় এবার নির্বাচন কমিশনকে বাড়তি প্রস্তুতি নিতে হচ্ছে। এই নির্বাচনের ব্যালট পেপার হবে সাদা-কালো রঙের ।গণভোটের জন্য ব্যবহৃতব্য ব্যালট পেপারের রং হবে গোলাপি।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ও সীমানা পুনর্বহাল
তফসিল ঘোষণার আগে গতকাল বুধবার আনুষ্ঠানিকতা হিসেবে সিইসি এবং চার নির্বাচন কমিশনার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে তাঁরা নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন আয়োজনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন এবং ইসি’র সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন। আদালতের রায়ের প্রেক্ষিতে নির্বাচন কমিশন তাদের পূর্বের জারি করা গেজেট সংশোধন করেছে। আপিল বিভাগ বাগেরহাটের সংসদীয় আসন চারটি থেকে কমিয়ে তিনটি করার কমিশনকে ‘অবৈধ’ ঘোষণা করায়, কমিশন সেই রায় বাস্তবায়ন করে সীমানা আগের মতো পুনর্বহাল করেছে। ফলে বাগেরহাটের আসন চারটি এবং গাজীপুরের আসন পাঁচটি বহাল থাকল। গতকাল রাতেই কমিশন ৩০০ সংসদীয় আসনের গেজেট পুনরায় জারি করেছে।
ভোটার তথ্য
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে:
-
পুরুষ ভোটার: ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন
-
নারী ভোটার: ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন
-
তৃতীয় লিঙ্গের ভোটার: ১ হাজার ২৩৪ জন
চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে, তাদের নিয়েই চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।







