তারেক রহমান: ‘নির্বাচন সহজ হবে না, সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব বিপন্ন’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আগামী নির্বাচন যতটা সহজ ভাবা হচ্ছে, ততটা সহজ হবে না। এক বছর আগে যা বলেছিলাম, আজ তা প্রমাণিত হচ্ছে। এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। একমাত্র গণতন্ত্রই দেশ বাঁচাতে পারে—আর সেই গণতন্ত্র মজবুত করতে পারেন বিএনপির প্রতিটি নেতাকর্মী।”

বৃহস্পতিবার সন্ধ্যায় ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “বিএনপি স্বপ্ন দেখায় না, স্বপ্ন বাস্তবায়ন করে। ক্ষমতায় গেলে দলীয় সরকার হবে না। যারা ভোট দিয়েছেন এবং যারা দেননি—সবার জন্য কাজ করব। মিথ্যা প্রতিশ্রুতি দেব না। বাস্তবভিত্তিক পরিকল্পনা জনগণের দুয়ারে পৌঁছে দিন।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “যারা মসজিদে গিয়ে প্রচার করে, আপনারাও করুন। বলার অধিকার সবার। নির্বাচনে সময় কম। ধানের শীষের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হোন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুহুল কবির রিজভী। সঞ্চালনা করেন হাবিব উন নবী খান সোহেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top