ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। একই সময়ে এই দুই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তফসিল ঘোষণা ও প্রস্তুতি
বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারে তাঁর তফসিল ঘোষণার ভাষণটি রেকর্ড করেন। ভাষণ রেকর্ডের পর সকল কমিশনার সিইসি’র কক্ষে বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের তফসিল ঘোষণার বিষয়ে বিস্তারিত জানান। এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। দুই নির্বাচনের জন্য ভোটারদের পৃথক রঙের দুটি ব্যালট দেওয়া হবে। একই দিনে দুটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নির্বাচন কমিশনকে (ইসি) বাড়তি অনেক ধরনের প্রস্তুতি নিতে হচ্ছে।
অন্তর্বর্তীকালীন সরকারের আহ্বান
এদিকে, তফসিল ঘোষণার পর অন্তর্বর্তীকালীন সরকার সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, আন্দোলন পরিচালনা থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে।







