ধর্মের নামে ‘চেতনার ব্যবসা’ করছে জামায়াত: এনসিপি’র নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ধর্মের নামে ‘চেতনার ব্যবসা’ করার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, অতীতে তারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করলেও এখন তাদের “পাখনা গজিয়েছে” এবং তারা জনগণকে বিভ্রান্ত করতে চাইছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে আবু সাইদ কনভেনশন সেন্টারে জাতীয় যুবশক্তির জাতীয় প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

পাটওয়ারী অভিযোগ করেন যে, জামায়াত নেতারা খুব মিষ্টি কথা বলেন, কিন্তু এর আড়ালে কী আছে তা কেবল আল্লাহই জানেন। তিনি জামায়াতকে ভণ্ডামি বন্ধ করে সোজা পথে রাজনীতি করার আহ্বান জানান।

৫ আগস্টের পর ক্যান্টনমেন্ট বৈঠকে ‘দুর্নীতির মাস্টারমাইন্ডের’ মাথায় ‘আওয়ামী বুদ্ধিপনা’ চড়ে বসেছিল উল্লেখ করে তিনি বলেন, তখন বিএনপি ও জামায়াতও ক্যান্টনমেন্টে ছিল। তিনি অভিযোগ করেন, জামায়াতের অন্তরে ‘আওয়ামী প্রেম’ জেগে ওঠায় তারা একটি বিপ্লবী সরকার গঠন হতে দেয়নি। তাঁর মতে, বিপ্লবী সরকার গঠিত হলে দেশের বর্তমান পরিস্থিতি হতো না।

পাটওয়ারী অভিযোগ করেন, বিএনপি-জামায়াতের ব্যর্থতার কারণেই ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে এক-এগারোর সরকার এসেছিল, যার কারণে বিগত ১৫ বছরে তরুণদের ওপর জেল-জুলুম নেমে আসে। তিনি বলেন, শেখ হাসিনার এই দীর্ঘ শাসনের জন্য বিএনপি অনেকাংশে দায়ী, এবং জামায়াতও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত ছিল। তিনি বলেন, “আগে এক প্লেটে বসে খেতো, এখন প্লেট ভাগ হয়েছে, কিন্তু এক পাতিলের তরকারি।” তিনি অভিযোগ করেন, এখন জামায়াত নতুন প্ল্যাটফর্ম তৈরি করে ‘তুমি ইসলাম নিয়ে অর্ধেক, আর আমি অর্ধেক’ নীতির মাধ্যমে নতুন করে চেতনার ব্যবসা হাজির করছে।

চেতনার রাজনীতি বনাম অধিকারের রাজনীতি

নাসীরুদ্দীন পাটওয়ারী দৃঢ়ভাবে বলেন, আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছিল, তেমনি এখন জামায়াত নতুন করে চেতনার ব্যবসা শুরু করেছে। তাঁর মতে, বাংলাদেশে চেতনার রাজনীতি আর চলবে না। তিনি ঘোষণা করেন, বাংলাদেশে এখন কেবল সংস্কার আর অধিকার আদায়ের রাজনীতি চলবে। কোনো দুর্নীতিবাজ বা চাঁদাবাজের ঠাঁই হবে না। তিনি আরও বলেন, এনসিপির তরুণদের হাত ধরে ব্যালট বিপ্লব হবে। এনসিপি ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না। ‘জুলাইয়ের সৈনিকরা’ শাপলাকলি প্রতীক নিয়ে দাপিয়ে বেড়াবে এবং এই নির্বাচনে শাপলাকলি ফোটাতে হবে।

এনসিপি’র প্রস্তুতি ও লন্ডন থেকে ভয়ভীতি

পাটওয়ারী অভিযোগ করেন, লন্ডন থেকে এনসিপিকে নানাভাবে ভয় দেখানো হয়েছে। তিনি বলেন, “আমরা তো বাস্তবেই কাউকে ভয় পাই না, তারা আবার অনলাইনে ভয় দেখায়।” তিনি জানান, এনসিপি আগামী দুই একদিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top