অত্যাধুনিক ‘ইউরোফাইটার টাইফুন’ যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ: ইতালির লিওনার্দো এসপিএর সঙ্গে চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ বিমান বাহিনী তাদের আধুনিকায়নের অংশ হিসেবে ইতালি থেকে অত্যাধুনিক ‘ইউরোফাইটার টাইফুন’ যুদ্ধবিমান কিনতে চলেছে। এরই লক্ষ্যে, মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ বিমান বাহিনী ইতালির প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএ-এর সঙ্গে একটি প্রাথমিক ক্রয়-বিক্রয় সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

ঢাকায় বিমান বাহিনীর সদর দপ্তরে এক অনুষ্ঠানে এই চুক্তিটি সই হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো

ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমানটি বিশ্বের অন্যতম উন্নত মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট হিসেবে পরিচিত, যা আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমিতে আক্রমণ চালানোর ক্ষেত্রে অত্যন্ত সক্ষম। এই বিমান বাংলাদেশের বিমান বাহিনীর সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি করবে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top