বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) শাহাদাত হোসেন সেলিম আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর হাতে ফুলের তোরা তুলে দিয়ে তিনি দলে যোগ দেন। একই অনুষ্ঠানে লক্ষ্মীপুর-১ আসনে তাঁকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন দেওয়া হয়।
আমির খসরু বলেন, “সেলিম ভাই আন্দোলন-সংগ্রামে অসামান্য অবদান রেখেছেন। এই মনোনয়ন তিনি অর্জন করেছেন। তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”
শাহাদাত হোসেন সেলিম বলেন, “২৫ বছর পর ঘরের ছেলে ঘরে ফিরলাম। বিএলডিপি বিলুপ্ত করে বিএনপির হাত শক্তিশালী করব। আমি ওয়াদা করছি।”
২০১৮ সালে জোটের প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর-১ থেকে নির্বাচন করেছিলেন সেলিম। জুলাই অভ্যুত্থানের পর বিএলডিপি নিষ্ক্রিয় হয়ে পড়ে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম প্রমুখ।







