জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত হয়নি। আগামী রবিবার (৭ ডিসেম্বর) কমিশনের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
শনিবার আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের এক কর্মশালায় তিনি বলেন, “সকাল সাড়ে ১১টা থেকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠক করেছি। এখনো তফসিলের দিন ঠিক হয়নি। রবিবার সকাল সাড়ে ১০টায় কমিশন বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।”
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “রবিবার বৈঠকে তফসিলের তারিখ নির্ধারণ হতে পারে। আমরা আগামী সপ্তাহের যেকোনো দিন তফসিল ঘোষণা করতে পারি—হঠাৎ করেই।”
ইসি সূত্রে জানা গেছে, তফসিল ঘোষণার পর ৪৫-৫০ দিনের মধ্যে ভোট হবে। সম্ভাব্য তারিখ ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে।







