উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কাতার সরকারের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে শুক্রবার ভোরে বা সকালে তিনি লন্ডনের উদ্দেশে রওনা হবেন। তাঁর সঙ্গে থাকবেন পরিবারের সদস্য ও চিকিৎসকসহ ১৪ জন।
বৃহস্পতিবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
খালেদা জিয়ার সঙ্গে যাবেন:
– পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান
– চিকিৎসক ডা. এ জে এম জাহিদ হোসেন, ডা. এনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দিন তালুকদার, ডা. নূর উদ্দিন আহমদ, ডা. মো. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন
– এসএসএফ সদস্য হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ সামিন মাহফুজ
– তারেক রহমানের সহকারী আব্দুল হাই মল্লিক
– সহকারী ব্যক্তিগত সচিব মাসুদুর রহমান
– গৃহকর্মী ফাতেমা বেগম ও রূপা শিকদার
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন বলেন, “তাঁর অবস্থা এখনো সংকটাপন্ন। লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে।”
২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়া। ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের জটিলতায় তাঁর অবস্থা অপরিবর্তিত।







