যুক্তরাজ্যে অভিবাসন নীতি কঠোর করার পর বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীদের ভর্তি আবেদন স্থগিত বা বাতিল করছে অনেক বিশ্ববিদ্যালয়। ভিসা অপব্যবহার ও আশ্রয় আবেদন বাড়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্তত ৯টি বিশ্ববিদ্যালয় ‘উচ্চ ঝুঁকির’ দেশ থেকে শিক্ষার্থী ভর্তিতে বিধিনিষেধ আরোপ করেছে। ইউনিভার্সিটি অব চেস্টার পাকিস্তান থেকে ভর্তি বন্ধ করেছে। উলভারহ্যাম্পটন, ইস্ট লন্ডন, সান্ডারল্যান্ড, কভেন্ট্রি, হার্টফোর্ডশায়ারসহ বেশ কিছু প্রতিষ্ঠান বাংলাদেশি শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করছে না বা স্থগিত করেছে।
হোম অফিসের নতুন নিয়মে ভিসা প্রত্যাখ্যানের হার ৫% ছাড়ালে বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স ঝুঁকিতে পড়ে। বাংলাদেশ ও পাকিস্তান থেকে ভিসা নাকচের হার যথাক্রমে ২২% ও ১৮%।
বিশেষজ্ঞরা বলছেন, কিছু শিক্ষার্থী ছাত্র ভিসায় এসে আশ্রয় চেয়ে বা ইউরোপে চলে যাচ্ছেন—এটি বিশ্ববিদ্যালয়গুলোকে সতর্ক করেছে।







