গুমের মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েও সরে দাঁড়ানোর ব্যাখ্যা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে ক্ষমা চেয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। বুধবার অভিযোগ গঠনের শুনানিতে তাঁর আচরণ নিয়ে প্রশ্ন তোলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল পান্নাকে জিজ্ঞাসা করেন, “আগে আগ্রহী ছিলেন, এখন কেন নন?” পান্না শারীরিক অসুস্থতা ও চাপের কথা বলে ক্ষমা চান। তিনি বলেন, “আমার ক্লায়েন্টের অনুসারী ও প্রসিকিউশনের চাপে আমি স্যান্ডউইচ হয়ে গেছি।”
চিফ প্রসিকিউটর বলেন, “ক্লায়েন্ট ট্রাইব্যুনালকে শ্রদ্ধা করে না বলে আইনজীবী সরে দাঁড়াচ্ছেন—এটা আদালত অবমাননা।” ট্রাইব্যুনাল বলেন, “আইনজীবী হিসেবে রাজনৈতিক মঞ্চের ভাষা চলবে না।”
পরে পান্নার পরিবর্তে মো. আমির হোসেনকে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়।







