আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাউসদ। তিনি বলেন, “প্রাথমিকভাবে কয়েকটি তারিখ নিয়ে আলোচনা হয়েছে। আগামী ৭ ডিসেম্বর কমিশনের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তারপর হঠাৎ করেই তফসিল ঘোষণা করা হবে—সপ্তাহের যেকোনো দিন।”
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন বলেছেন, “সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার সম্ভাবনা সবচেয়ে বেশি। সুষ্ঠু নির্বাচন ও গণভোট জাতিকে উপহার দিতে পারব ইনশাআল্লাহ।”
মক ভোটিংয়ের অভিজ্ঞতা-
গত শনিবার আগারগাঁওয়ে অনুষ্ঠিত মক ভোটিংয়ে নির্বাচন ও গণভোট একই দিনে হলে সময় ব্যবস্থাপনা কেমন হবে—তা যাচাই করা হয়েছে। সিইসি বলেন, “৪২,৭০০ কেন্দ্র পর্যাপ্ত কি না, অতিরিক্ত বুথ লাগবে কি না—এসব মূল্যায়ন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”
ভোটের সময় সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত করার প্রস্তাবও আলোচনায় রয়েছে।
নির্বাচন ও গণভোট একই দিনে হওয়ায় বুথ সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে কমিশন। ভোটারদের লাইনে দাঁড়াতে না হয়—সেজন্য প্রয়োজনে অতিরিক্ত বুথ দেওয়া হবে।







