চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। ৩৮ বল ও ৮ উইকেট হাতে রেখে এই জয় তুলে নেয় লিটন দাসের দল।
প্রথমে বোলিং করে মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে আয়ারল্যান্ডকে ১৯.৫ ওভারে ১১৭ রানে অলআউট করে বাংলাদেশ। আইরিশ অধিনায়ক পল স্টার্লিং ৩৮ এবং জর্জ ডকরেল ১৯ রান করেন। মোস্তাফিজ ৩টি এবং রিশাদ ৩টি উই উইকেট নেন।
১১৮ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে শুরুতে দুটি উইকেট হারায় বাংলাদেশ। কিন্তু তানজিদ হাসান তামিমের ঝড়ো ৫৫ (৩৬ বলে ৭ চার, ২ ছক্কা) এবং পারভেজ হোসেন ইমনের ৩৩ রানের ইনিংসে সহজেই জয় তুলে নেয় দল। তৃতীয় উইকেটে এই দুজনের ৭৩ রানের জুটি ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
ম্যাচসেরা হন তানজিদ হাসান তামিম। সিরিজসেরা শেখ মাহেদি হাসান।
সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড : ১১৭/১০, ১৯.৫ ওভার (স্টার্লিং ৩৮, ডকরেল ১৯, মোস্তাফিজ ৩/১১)।
বাংলাদেশ : ১১৯/২, ১৩.৪ ওভার (তানজিদ ৫৫, ইমন ৩৩, টেক্টর ১/১৭)
ফল : বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।







