বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি দ্রুত আরোগ্য কামনা করে বলেছেন, প্রয়োজনে ভারত সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।
সোমবার এক্স-এ দেওয়া পোস্টে মোদি লেখেন, “বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবরে আমি গভীরভাবে উদ্বিগ্ন। তিনি দীর্ঘদিন বাংলাদেশের জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করি। ভারত যেকোনো প্রয়োজনে পাশে থাকতে প্রস্তুত।”
৮০ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি জটিলতা, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ একাধিক রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “তাঁর অবস্থা স্থিতিশীল হলেও এখনো নিবিড় পর্যবেক্ষণে আছেন।”
এ বছরের শুরুতে চার মাস লন্ডনে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন খালেদা জিয়া।







