শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক পেজ থেকে গতকাল রোববার সন্ধ্যায় একটি পোস্টে দাবি করা হয়েছে, “ইউনূস সরকারের আমলে বাংলাদেশে সন্ত্রাসীদের কাছ থেকে পাকিস্তান-নির্মিত গ্রেনেড উদ্ধার।” পোস্টে দেওয়া ছবিতে দেখা যায়, মাটিতে সারিবদ্ধভাবে গ্রেনেড রাখা।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক টিম বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এই ছবিটি ২০২৪ সালের ৮ নভেম্বরের। সেদিন কক্সবাজারের উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৯টি গ্রেনেড উদ্ধার হয়েছিল। ছবিটি সেই ঘটনার।
সজীব ওয়াজেদ জয়ের পোস্টে এই পুরোনো ছবি ব্যবহার করে সাম্প্রতিক ডেমরার ঘটনার সঙ্গে যুক্ত করে অপতথ্য ছড়ানো হয়েছে। এতে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হয়েছে।
বাংলাফ্যাক্টের যাচাইয়ে আরও দেখা গেছে, গত কয়েক মাসে দেশি-বিদেশি কিছু অ্যাকাউন্ট থেকে বাংলাদেশের বিরুদ্ধে সাজানো ছবি-ভিডিও ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে।







