ক্ষমতায় গেলে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ন্যায়পরায়ণতার আদর্শ অনুসরণ করে ‘ইনসাফভিত্তিক বাংলাদেশ’ গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় ইমাম-খতিব সম্মেলন’-এ লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, “জাহেলি যুগেও যারা মহানবীকে (সা.) অপছন্দ করতেন, তারাও তাঁকে ‘আল-আমিন’ বলে স্বীকার করতেন। মুসলিম-অমুসলিম, বিশ্বাসী-অবিশ্বাসী—কারো মনে তাঁর ন্যায়পরায়ণতা নিয়ে সন্দেহ ছিল না। বিএনপি ক্ষমতায় গেলে সেই আদর্শই হবে রাষ্ট্র ও সরকার পরিচালনার মূলমন্ত্র।”
তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে বিএনপি দেশের সব সম্মানিত আলেম-ওলামা, পীর-মাশায়েখ, ইমাম-খতিব ও মুয়াজ্জিনদের দোয়া ও সমর্থন চায়। তাদের আশীর্বাদ নিয়েই আমরা একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ।”
সম্মেলনে তারেক রহমান মা বেগম খালেদা জিয়া, দলের নেতাকর্মী এবং দেশবাসীর জন্য বিশেষ দোয়া কামনা করেন।







