আগামী জাতীয় সংসদ নির্বাচনে কয়েকটি আসনে ৮০ বছরের বেশি বয়সী প্রার্থী মনোনয়ন দেওয়ায় অসন্তোষ ছড়িয়েছে বিএনপির তৃণমূলে। স্থানীয় নেতাকর্মীরা বলছেন, বয়স্ক প্রার্থীদের শারীরিক সক্ষমতা ও তরুণ ভোটারদের সঙ্গে যোগাযোগের অভাবে দলের জয়ের সম্ভাবনা কমে যাবে। জুলাই অভ্যুত্থান-পরবর্তী রাজনীতিতে তরুণ প্রজন্ম (জেন-জি) ভোটের বড় ফ্যাক্টর হয়ে উঠেছে—তাদের আগ্রহ না থাকলে পরিবারের অন্য সদস্যদের ভোটও প্রভাবিত হবে।
মনোনয়নবঞ্চিতরা হাইকমান্ডের কাছে লিখিত আবেদন জমা দিয়ে তরুণ ও সকর্মীবান্ধব প্রার্থী চেয়ে পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।
যেসব আসনে অসন্তোষ:
– ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া): ৮৮ বছরের মুশফিকুর রহমানকে মনোনয়ন দেওয়ায় ক্ষোভ। স্থানীয়রা কবীর আহমেদ ভূঁইয়াকে চান।
– কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা): মেহেদী আহমেদ রুমীর পরিবর্তে শেখ সাদীর দাবি।
– চট্টগ্রাম-১৩: ৮০+ বছরের সরওয়ার জামাল নিজামের পরিবর্তে তরুণ নেতার দাবি।
– মুন্সীগঞ্জ-২: মিজানুর রহমান সিনহার (৮০+) পরিবর্তে আব্দুস সালাম আজাদের পক্ষে আবেদন।
স্থানীয় নেতারা বলছেন, বয়স্ক প্রার্থীরা দলের কঠিন সময়ে অনুপস্থিত ছিলেন। তরুণ ভোটারদের সঙ্গে তাদের সংযোগ নেই। ফলে নির্বাচনে প্রভাব পড়বে।







