জুলাই গণ-অভ্যুত্থান কোনো সমাপ্ত ঘটনা নয়, এটি চলমান প্রক্রিয়া—এমন দৃঢ় বার্তা দিয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, “যারা মনে করছেন বিপ্লব গত বছর শেষ হয়ে গেছে, তারা ভুল করছেন। বিপ্লব ততদিন চলবে, যতদিন জুলাইয়ের সব আকাঙ্ক্ষা পুরোপুরি বাস্তবায়িত না হয়। নির্বাচনের পর যে সরকার আসবে, তাদেরকেও জুলাইয়ের চেতনায় কাজ করতে বাধ্য করতে হবে।”
বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘বিপ্লব ও গণঅভ্যুত্থানের সফলতা-ব্যর্থতা: ৭ নভেম্বর থেকে ৫ আগস্ট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাহমুদুর রহমান আরও বলেন, “আগামী ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়মতো না হলে অস্থিরতা তৈরি হবে এবং বহিরাগত শক্তি তা কাজে লাগাবে। তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে। প্রশাসনে আওয়ামী দোসররা এখন এখনো সক্রিয়। শুদ্ধি অভিযান না হওয়ায় তারা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করতে পারে।”
তিনি জুলাইয়ের তরুণদের উদ্দেশে বলেন, “গুলি খাওয়ার সময় কেউ মন্ত্রী হতে যায়নি। আবু সাঈদের মতো হতে গিয়েছিল বলেই বিপ্লব সফল হয়েছে। তোমরাই দেশকে সঠিক পথে রাখতে পারবে। ঐক্যবদ্ধ থাকো—যতদিন ঐক্য থাকবে, বাংলাদেশ পথ হারাবে না।”
সেমিনারে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহা. মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান, অধ্যাপক ইমেরিটাস ড. আজহারুল ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসউদ প্রমুখ।







