বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন, এবার থেকে বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ।
উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি বলেন, “আজ আমরা বাংলাদেশের গণতন্ত্রের একটি নতুন অধ্যায় খুললাম। বাংলাদেশি নাগরিকত্ব আর ভৌগোলিক সীমানায় আবদ্ধ নয়—এটি এখন বৈশ্বিক। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ১ কোটি ৩০ লাখের বেশি প্রবাসী বাংলাদেশি তাদের মৌলিক ভোটাধিকার ফিরে পাচ্ছেন।”
তিনি আরও বলেন, “যারা দেশের উন্নয়নে রেমিট্যান্স পাঠান, তারা এতদিন ভোট দিতে পারতেন না। আজ সেই বৈষম্যের অবসান হলো।”
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, পোস্টাল ব্যালটে প্রতি ভোটারের খরচ পড়বে মাত্র ৭০০ টাকা—যা অন্যান্য পদ্ধতির তুলনায় অনেক কম। তবে তিনি সতর্ক করে বলেন, “ব্যালট নষ্ট হওয়া, ঠিকানা ভুল, সময়ের অভাব বা সাইবার হামলা—এসব ঝুঁকি রয়েছে। আমরা সর্বোচ্চ সতর্কতা নিয়ে এগোচ্ছি।”
নিবন্ধনের সময়সূচি (অঞ্চলভিত্তিক):
– মধ্য এশিয়া, লাতিন আমেরিকা, আফ্রিকা: ১৯–২৩ নভেম্বর
– উত্তর আমেরিকা ও ওশেনিয়া: ২৪–২৮ নভেম্বর
– ইউরোপ: ২৯ নভেম্বর – ৩ ডিসেম্বর
– সৌদি আরব: ৪–৮ ডিসেম্বর
– দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়া: ৯–১৩ ডিসেম্বর
– মধ্যপ্রাচ্য (সৌদি ছাড়া): ১৪–১৮ ডিসেম্বর
– অন্যান্য দেশ/যারা সময়মতো করতে পারেননি: ১৯–২৩ ডিসেম্বর
মোট ৪০ দিনে ১৪৩টি দেশের প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন। অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে ‘Postal Vote BD’ সার্চ করে ডাউনলোড করা যাবে। নিবন্ধন মাত্র ৭ ধাপে সম্পন্ন হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।







