আওয়ামী লীগ ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নিতে পারবে না: ড. ইউনূসের স্পষ্ট ঘোষণা

আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না বলে আবারো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দলটির কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধন স্থগিত থাকার কথা উল্লেখ করে তিনি এ অবস্থান পুনর্ব্যক্ত করেন।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস-মিনিস্টার পাসকাল্লে গ্রোটেনহুইসের সঙ্গে বৈঠকে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। বৈঠকে ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি “অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর” নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন তিনি।

ড. ইউনূস বলেন, “এবারের নির্বাচনে রেকর্ডসংখ্যক তরুণ-তরুণী প্রথমবার ভোট দেবে। তারা আগের স্বৈরতান্ত্রিক শাসনের অধীনে তিনটি কারচুপির নির্বাচনে ভোট দিতে পারেনি। যারা জুলাই আন্দোলনে দেয়ালে গ্রাফিতি এঁকেছে, রাস্তায় স্বপ্ন এঁকেছে—সেই তরুণরাই এবার ভোটকেন্দ্রে আসবে। এটি আমাদের সবার জন্য ঐতিহাসিক মুহূর্ত।”

ডাচ ভাইস-মিনিস্টার সংক্ষিপ্ত সময়ের মধ্যে নির্বাচনী প্রস্তুতির ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশের নতুন সংশোধিত শ্রম আইনকে ইউরোপীয় বিনিয়োগ আকর্ষণে সহায়ক বলে অভিহিত করেন। তিনি জানান, শিগগিরই বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) বিষয়ক একটি সমঝোতা স্মারক সই করবে নেদারল্যান্ডস।

“৫০ বছরের উন্নয়ন সহযোগিতার পর এখন আমরা সম্পর্ককে রাজনীতি, বাণিজ্য ও বিনিয়োগে সমতাভিত্তিক অংশীদারিত্বে রূপান্তর করতে চাই,” বলেন পাসকাল্লে গ্রোটেনহুইস। তিনি আরও জানান, যেসব ডাচ কোম্পানি দীর্ঘদিন ঢাকা থেকে পণ্য কিনছে, তারা এখন বাংলাদেশে সরাসরি বিনিয়োগ ও উৎপাদন শুরু করতে আগ্রহী।

বৈঠকে কৃষি, প্রযুক্তি, যুব উন্নয়ন, নারী উদ্যোক্তা এবং সামাজিক ব্যবসার জন্য সম্ভাব্য তহবিল নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top