সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন থেকে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে বছরব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণা করেছে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ।
দুপুরে লাখো মুসল্লির সামনে কর্মসূচি ঘোষণা করেন আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই দাবি পূরণ না হলে আগামী ডিসেম্বরে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন থেকে কঠিনতর কর্মসূচি ঘোষণা করা হবে।”
বছরব্যাপী কর্মসূচি:
– নভেম্বর ২০২৫ – ৩০ এপ্রিল ২০২৬: সারা দেশে আলেম-ওলামা ও তৌহিদী জনতার গণস্বাক্ষর সংগ্রহ
– মে-জুন ২০২৬: প্রতিটি জেলায় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান
– জুলাই-নভেম্বর ২০২৬: প্রতি বিভাগে পর্যায়ক্রমে বিশাল খতমে নবুওয়ত সম্মেলন
– ডিসেম্বর ২০২৬: দাবি আদায় না হলে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন থেকে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা
সম্মেলনে সভাপতিত্ব করেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমীর মাওলানা আবদুল হামিদ (পীর সাহেব মধুপুর)। প্রধান অতিথি ছিলেন পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলাম (ফ) প্রধান মাওলানা ফজলুর রহমান। এছাড়া ভারত, পাকিস্তান ও মিসরের শীর্ষ আলেমগণ উপস্থিত ছিলেন।







