বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সুষ্ঠু নির্বাচনে ধানের শীষের বিপুল বিজয় নিশ্চিত বুঝতে পেরে একটি রাজনৈতিক দল নানামুখী ষড়যন্ত্র শুরু করেছে। নেতাকর্মীদের সতর্ক থেকে এসব ষড়যন্ত্র মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার বিকালে নাটোর সদরের পন্ডিতগ্রাম সাবিনা ইয়াসমিন ছবি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু বলেন, “প্রায় দুই দশক ধরে জাতি ভোটাধিকার থেকে বঞ্চিত। এবার মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে। এটা বুঝতে পেরেই একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্রে নেমেছে। আমাদের সজাগ থাকতে হবে, যাতে কোনো ষড়যন্ত্রই সফল না হয়।”
তিনি আরও বলেন, “জাতি একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের অপেক্ষায় আছে। জনগণের ভোটের মাধ্যমেই দেশে সত্যিকারের গণতন্ত্র ফিরে আসবে। বিএনপি জনগণের দল, জনগণের ভোটে আমরা আবার ক্ষমতায় ফিরব।”
স্থানীয় বিএনপি নেতা জয়নাল আবেদীনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্য বক্তারা হলেন— জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম, সাবেক পৌর মেয়র কাজী শাহ আলম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন।







