রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার সকাল থেকে শুরু হয়েছে ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন’। সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে এবং খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের তত্ত্বাবধানে আয়োজিত এই বিশাল সমাবেশে পাকিস্তান, ভারত, সৌদি আরব, মিসরসহ পাঁচ দেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম ও ধর্মীয় নেতারা অংশ নিয়েছেন।
সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ উপস্থিত থেকে দলের প্রতিনিধিত্ব করেছেন। রাজনৈতিক সূত্রগুলো জানায়, আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে ধর্মপ্রাণ জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক জোরদার করার অংশ হিসেবে বিএনপি এই মহাসম্মেলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছে।
সারা দেশ থেকে লাখো মুসল্লি সমবেত হয়েছেন। পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির হাজারো ভলান্টিয়ার ট্রাফিক ও শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন।
উল্লেখযোগ্য অতিথি:
– পাকিস্তান জাতীয় পরিষদ সদস্য ও জমিয়তে উলামায়ে ইসলাম (ফ) প্রধান মাওলানা ফজলুর রহমান
– ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানি
– জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী
– সৌদি আরবের শায়খ আবদুর রউফ মাক্কি
– মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শায়খ মুসআব নাবিল ইবরাহিম
– পাকিস্তানের বেফাকুল মাদারিসের মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি
দেশের শীর্ষ ওলামায়ে কেরামের মধ্যে উপস্থিত আছেন হেফাজত নেতা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, মাওলানা মামুনুল হক, মুফতি মাহমুদুল হাসান, বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক প্রমুখ। সম্মেলনে সভাপতিত্ব করছেন মধুপুরের পীর সাহেব মাওলানা আবদুল হামিদ।







