সিলেট টেস্টে আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানে হারাল বাংলাদেশ

চতুর্থ দিনে দেড় সেশনের লড়াই শেষে আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। প্রথম ইনিংসে ৫৮৭/৮ (ডিক্লেয়ার) করে ৩০১ রানের বিশাল লিড নেওয়া টাইগাররা দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ডকে গুটিয়ে দেয় মাত্র ২৫৪ রানে।

তাইজুল ইসলাম ও অভিষেককারী হাসান মুরাদের বাঁহাতি স্পিন জুটি দ্বিতীয় ইনিংসে তুলে নেন ৭ উইকেট। শেষ জুটিতে ম্যাকার্থি-নেইলের ৫৪ রানের প্রতিরোধ ভাঙেন এই দুই স্পিনারই। আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন অ্যান্ডি ম্যাকব্রাইন।

দিনের শুরুতে রিভিউ নিয়ে বেশ কয়েকবার বেঁচে যান আইরিশ ব্যাটাররা, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের জয় অটল ছিল। মাহমুদুল হাসান জয়ের ১৭১ রানের ইনিংসের সুবাদে ম্যাচসেরা নির্বাচিত হন।

অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চতুর্থ টেস্ট সেঞ্চুরি, প্রথম চার ব্যাটারের ৮০+ রান এবং মুরাদের অভিষেকে উজ্জ্বল পারফরম্যান্স – সব মিলিয়ে বাংলাদেশের দাপটের ম্যাচ।

সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড: ২৮৬ ও ২৫৪ (ম্যাকব্রাইন ৫২; মুরাদ ৪/৬০, তাইজুল ৩/৮৪)
বাংলাদেশ: ৫৮৭/৮ (ডিক্লেয়ার)
ফল: বাংলাদেশ ইনিংস ও ৪৭ রানে জয়ী
ম্যাচসেরা: মাহমুদুল হাসান জয়
সিরিজ: ১-০ (বাংলাদেশ এগিয়ে)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top