বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন বা আইন প্রণয়ন করা যায় না। প্রথমে জাতীয় সংসদ গঠন হওয়া ছাড়া কোনো সংস্কারের বৈধতা থাকবে না।
শুক্রবার শাহবাগে ‘নারীর ওপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান’ শীর্ষক মৌন মিছিল ও সমাবেশে তিনি বলেন, “জুলাই সনদে বিএনপির সই করা অংশগুলো আমরা মানতে বাধ্য। কিন্তু তার বাইরে চাপিয়ে দেওয়া কোনো প্রস্তাব জনগণই প্রত্যাখ্যান করবে। সংসদের সার্বভৌমত্বের ওপর কোনো জবরদস্তিমূলক হস্তক্ষেপ বিএনপি মেনে নেবে না।”
সভাপতিত্ব করেন সেলিমা রহমান। তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানের পর নারীরা নিরাপত্তা ও মর্যাদা ফিরে পাবেন বলে আশা করেছিলাম। কিন্তু এখনো কর্মঘণ্টা কমিয়ে নারীদের ঘরে ফেরানোর চেষ্টা চলছে। নারীদের অধিকার আদায়ে আরও সোচ্চার হতে হবে।”
নিপুণ রায় চৌধুরী বলেন, “নারীর অধিকারে সংকট দেখলে দেশের নারী সমাজ একসঙ্গে রুখে দাঁড়াবে।”
চৌধুরী সায়মা ফেরদৌস বলেন, “নারী ঘরে থাকবেন না বাইরে কাজ করবেন—এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত, রাষ্ট্রের দয়ার ওপর নয়।”
অধ্যাপক নাহরীন ইসলাম খান বলেন, “জুলাই সনদে নারীর সুরক্ষা ও অধিকার নিয়ে কিছুই নেই—এটা নারী সমাজ প্রত্যাখ্যান করছে।”
সানজিদা ইসলাম বলেন, “পরিবর্তন এলেও নারীরা আবার বৈষম্য ও কর্মঘণ্টা সংকোচনের হুমকিতে পড়ছেন।”







