কিয়েভে ভোর থেকে ব্যাপক রুশ হামলা: নিহত ৮, আহত ৩৫

ভোর থেকে কিয়েভের প্রায় প্রতিটি জেলায় রাশিয়ার “ব্যাপক” ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চলছে বলে জানিয়েছেন মেয়র ভিতালি ক্লিচকো। কিয়েভের সামরিক প্রশাসনের তথ্য অনুযায়ী, হামলায় কমপক্ষে ৬ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন।

দক্ষিণাঞ্চলীয় চর্নোমোর্স্ক শহরে পৃথক হামলায় আরও ২ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন ওডেসা গভর্নর ওলেহ কিপার।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রাতভর ইউক্রেনের ২১৬টি ড্রোন ধ্বংস বা আটক করা হয়েছে, যার মধ্যে ক্রাসনোদার অঞ্চলে ৬৬টি।

আপটেড খবর:

৩৫ বছরের জরুরি উদ্ধারকর্মী সেরহি ভ্লাসেনকো ডিউটিতে ছিলেন যখন রুশ ক্ষেপণাস্ত্র তার নিজের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে আঘাত হানে এবং আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে পৌঁছে তিনি সতীর্থদের সঙ্গে আগুন নেভান এবং ধ্বংসপ্রাপ্ত অংশ সরানোর কাজ করেন।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভ্লাসেনকোর মা, স্ত্রী ও সন্তানরা নিরাপদে আশ্রয়কেন্দ্রে চলে যেতে পেরেছেন। পরে তাদের সরকারি আবাসন দেওয়া হয়েছে। মন্ত্রণালয় এই “কঠিনতম রাতে” দায়িত্ব পালনের জন্য ভ্লাসেনকোসহ সব উদ্ধারকর্মীকে প্রশংসা করেছে।

শুক্রভোরে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কিয়েভে ৬ জন নিহত হয়েছেন, অ্যাপার্টমেন্ট ভবনে বিশাল গর্ত তৈরি হয়েছে এবং ব্যাপক অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

সূত্র- রয়টার্স, বিবিসি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top