অধ্যাপক আলী রীয়াজ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিযুক্ত

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজকে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ পদে থাকাকালীন তিনি উপদেষ্টার বেতন-ভাতা ও সুবিধা পাবেন।

উল্লেখ্য, আলী রীয়াজ ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর এবং তিনি সম্প্রতি বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশনের প্রধান ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশের রাজনৈতিক সংস্কার ও গণতন্ত্র নিয়ে লেখালেখি করেন। এ নিয়োগ সংস্কার প্রক্রিয়ায় তার অভিজ্ঞতা কাজে লাগবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top