নোয়াখালীতে এনসিপি’র যুব সংগঠনের নতুন কমিটিতে পদত্যাগের ঝড়: ফুঁসছে জেলা শাখা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র যুব সংগঠন জাতীয় যুবশক্তি–র নোয়াখালী জেলা শাখার ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই একাধিক সদস্য পদত্যাগ করেছেন।

রোববার সংগঠনের ফেসবুক পেজে ওই ৪১ সদস্যের কমিটির অনুমোদনের ঘোষণা দেওয়া হয়। কিন্তু ইতিমধ্যেই কমিটিতে নেতৃত্বে থাকা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত প্রথমে পদত্যাগের ঘোষণা দেন। তার পরপরই যুগ্ম সদস্যসচিব-১ ব্যতীত প্রায় সব যুগ্ম সদস্য, সিনিয়র যুগ্ম সদস্যসচিবসহ একাধিক পদধারী নেতা পদত্যাগ করেছেন—কিন্তু পদত্যাগের সংখ্যা নিয়ে বিভিন্ন সূত্রে ভিন্নতা রয়েছে; একদিকে বলা হয়েছে ২৩ জন, অন্যদিকে ৩১ জনও।

পদত্যাগকারীদের অভিযোগ, কেন্দ্রীয় নেতৃত্ব “পছন্দের” ব্যক্তিদের প্রাধান্য দিয়ে কমিটি অনুমোদন করেছে এবং তৃণমূল পর্যায়ের নিবেদিত কর্মীদের সরাসরি মূল্যায়ন হয়নি। অনেকের মতে, শহীদ পরিবার ও গত বছরের জুলাই-অগাস্টের আন্দোলনে আহত যোদ্ধারাও এই কমিটিতে ছিল, কিন্তু এই ঘটনার অমীমাংসিত অবস্থায় তারা অনুতপ্ত।

কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক তারিকুল ইসলাম ও সদস্যসচিব ডা. জাহেদুল ইসলাম-র সঙ্গে যোগাযোগ করা গেছে না বলে সংবাদ প্রতিষ্ঠানগুলো জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top