নির্বাচন কমিশনের (ইসি) রাজনৈতিক দল নিবন্ধনের তালিকায় ‘আম জনতার দল’ অন্তর্ভুক্ত না হওয়ায় আমরণ অনশন শুরু করেছিলেন দলটির সদস্যসচিব মো. তারেক রহমান। অবশেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের অনুরোধে তিনি সেই অনশন ভেঙেছেন।
রোববার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তারেক রহমানকে অ্যাম্বুল্যান্সে করে চিকিৎসার জন্য রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হয়।
সালাহউদ্দিন আহমদের বক্তব্য ও অনুরোধ
তারেক রহমানকে হাসপাতালে নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ। তিনি তারেক রহমানকে “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র” হিসেবে অভিহিত করে বলেন, তারেক ও তার সঙ্গীরা নির্যাতনের শিকার।
- নিবন্ধনের দাবি: সালাহউদ্দিন আহমদ বলেন, “গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে পারে এমন একটি দল হিসেবে তারা নিবন্ধনের আবেদন করেছিল। কিন্তু বিচার-বিবেচনার পরও ইসি তাদের নিবন্ধন দেয়নি।”
- ন্যায়বিচারের প্রত্যাশা: তিনি জানান, আজ ইসিতে তাদের আবেদন পুনর্বিবেচনার জন্য কথা বলেছেন। তিনি আশা প্রকাশ করেন, তার দল ন্যায়বিচার পাবে। সালাহউদ্দিন আহমদ বলেন, “তারেককে অনশন ভাঙতে অনুরোধ করেছি, তিনি সে অনুরোধ রেখেছেন।”
- দ্রুত আরোগ্য কামনা: তিনি যোগ করেন, “আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং নির্বাচন কমিশন তাদের দলের আবেদনটি মানবিকভাবে বিবেচনা করবে।”
মো. তারেক রহমান গত মঙ্গলবার (৪ নভেম্বর) নির্বাচন কমিশনের দল নিবন্ধনের তালিকায় ‘আম জনতার দল’ বাদ পড়ার পর থেকে ইসির প্রধান ফটকের সামনে আমরণ অনশন শুরু করেছিলেন। এর আগে অনশন সমর্থনে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা তাঁর প্রতি সংহতি জানিয়েছিলেন।







