আফগানিস্তানের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর মাজার-ই-শরিফের কাছে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত এবং আরও কয়েকশ মানুষ আহত হয়েছেন। এই ভূমিকম্পে বলখ ও প্রতিবেশী প্রদেশ সামাঙগানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
ভূমিকম্পের তীব্রতা ও উৎস
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বাংলাদেশ সময় রোববার রাত আড়াইটায় (স্থানীয় সময় গভীর রাতে) এই ভূমিকম্প আঘাত হানে।
- মাত্রা: রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩।
- উৎপত্তিস্থল: ভূপৃষ্ঠের প্রায় ২৮.৯ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।
- ক্ষতিগ্রস্ত এলাকা: ভূমিকম্পে বলখ প্রদেশের রাজধানী শহর মাজার-ই-শরিফের (জনসংখ্যা প্রায় ৫ লাখ ২৩ হাজার) ঐতিহাসিক নীল মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলখ ও প্রতিবেশী প্রদেশ সামাঙগান।
হতাহতের সংখ্যা ও উদ্ধার তৎপরতা
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শারাফাত জামান সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন:
- হতাহত: অন্তত ২০ জন নিহত এবং আরও প্রায় ৩২০ জন আহত হয়েছেন।
- জরুরি ব্যবস্থা: জামান বলেছেন, “আহতদের চিকিৎসা দেওয়ার জন্য আশপাশের সবগুলো হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে। আমাদের স্বাস্থ্য ও উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে হাজির হচ্ছেন।”
- ধ্বংসস্তূপ তল্লাশি: সামাজিক মাধ্যমে শেয়ার করা ভিডিওগুলোতে জরুরি পরিষেবার কর্মীদের ধ্বংসস্তূপের মধ্যে জীবিতদের খোঁজে তল্লাশি চালাতে দেখা গেছে। রয়টার্স জানিয়েছে, একটি ভিডিওতে ধ্বসে পড়া ভবনের মধ্য থেকে উদ্ধারকারীরা একটি মৃতদেহ বের করে আনছেন।
কর্মকর্তারা বলছেন, প্রত্যন্ত গ্রামগুলোতে উদ্ধারকারী দলগুলো পৌঁছানোর পর হতাহত ও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।







