ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নোয়াখালীর ৬টি সংসদীয় আসনের সবকটিতেই একক প্রার্থীর নাম ঘোষণা করেছে। এই আসনগুলোর মধ্যে ৫টিতেই দলের হেভিওয়েট (ভারী) নেতারা মনোনয়ন পেয়েছেন।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই তালিকা ঘোষণা করেন।
নোয়াখালীর ৬ আসনে মনোনীত প্রার্থীরা
নোয়াখালীর ৬টি আসনে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন:
| আসন | মনোনীত প্রার্থীর নাম | পদবি ও পরিচিতি |
| নোয়াখালী-১ | ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন | বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, সাবেক এমপি। |
| নোয়াখালী-২ | জয়নুল আবদিন ফারুক | বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ ও সাবেক এমপি। |
| নোয়াখালী-৩ | বরকত উল্লাহ বুলু | বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী। |
| নোয়াখালী-৪ | মোহাম্মদ শাহজাহান | বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি। |
| নোয়াখালী-৫ | ফখরুল ইসলাম | জেলা বিএনপির সদস্য। |
| নোয়াখালী-৬ | মাহবুবের রহমান শামিম | চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। |
নতুন মুখ ও কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস
ঘোষিত তালিকার মধ্যে নোয়াখালী-৫ এবং নোয়াখালী-৬ আসনে এবার নতুন মুখ দিয়েছে বিএনপি।
প্রার্থী ঘোষণার পরপরই মনোনয়ন পাওয়া নেতাদের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। অনেকে তাঁদের নেতার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।







