“ইসলামকে ব্যবহার করে একটি দল জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চাইছে”: সালাহউদ্দিন আহমেদ

আসন্ন নির্বাচনের আগে একটি রাজনৈতিক দল ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভেদ ও বিভক্তি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ

শনিবার (১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহে আয়োজিত ‘আজমতে সাহাবা’ শীর্ষক ইসলামী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে সবসময়ই একটি প্রবণতা লক্ষ্য করা যায় যে, বিশেষ করে নির্বাচনের আগে ইসলামকে রাজনীতিতে ব্যবহার করে এবং বিভিন্ন উপায়ে রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করা হয়। তিনি বলেন, ‘ইদানিং সেইটা আরও বেশি লক্ষ্য করছি।’

তাঁর অভিযোগ:

“একটি রাজনৈতিক দল, তারা নির্বাচনের স্বার্থে, রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায়। বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায়।”

এই নেতিবাচক প্রবণতা মোকাবিলায় তিনি ‘আজমতে সাহাবা’ ধরনের সম্মেলন আরও বেশি বেশি আয়োজন করার গুরুত্ব তুলে ধরেন।

বিএনপির এই নেতা ইসলামকে ব্যবহার করে যারা বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, তাদের থেকে দূরে থাকার পরামর্শ দেন। তিনি তাঁর বক্তব্যে বলেন:

“এখানে কোনো রাজনীতি নেই। আমি পহেলাই (প্রথমেই) বলেছি, আমাদের কাছে পহেলা দ্বীন, বাদ মে (পরে) দুনিয়া। এজন্য আমাদের চিন্তা করতে হবে—যারা রাজনীতির নামে বিভিন্ন রকমের বক্তব্য দিতে থাকে… কিন্তু ইসলামকে যেন আমরা সেই জায়গায় নিয়ে না যাই, যেখানে রাজনৈতিক কারণে আমাদের দ্বীনকে ক্ষতিগ্রস্ত করতে পারে।”

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি। তবে সংগঠনটির মহাসচিব সাজিদুর রহমান মঞ্চে বক্তব্য রাখেন।

হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা শাখার আমির মুফতি মনির হোসাইন কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিএনপি, জমিয়তে ওলামা ইসলাম এবং হেফাজতে ইসলামের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top