প্রধান উপদেষ্টার কাছে এনসিপি’র কঠোর বার্তা: জুলাই সনদ নিয়ে সাংবিধানিক আদেশ চাই, নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ ও শর্তসাপেক্ষ দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, ‘জুলাই সনদ’ বাস্তবায়নে নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত এনসিপি এই সনদে স্বাক্ষর করবে না। এছাড়াও, তিনি নির্বাচন কমিশনকে পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়ে এর পুনর্গঠনের দাবি তুলেছেন।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

জুলাই সনদে স্বাক্ষরের শর্ত ও সাংবিধানিক আদেশ

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, জুলাই সনদ কীভাবে বাস্তবায়িত হবে, সে বিষয়ে সুস্পষ্ট নিশ্চয়তা পাওয়ার পরই তারা সনদে স্বাক্ষর করার বিষয়টি বিবেচনা করবেন।

  • সাংবিধানিক আদেশ: এনসিপি প্রধান উপদেষ্টার কাছে একটি ‘সাংবিধানিক আদেশ’ জারির দাবি জানিয়েছে। এই আদেশটি ড. মুহাম্মদ ইউনূস সরকার প্রধান হিসেবে জারি করবেন, যার ক্ষমতা প্রেসিডেন্টের নেই।
  • গণভোট ও ঐকমত্য কমিশন: তিনি বলেন, গণভোটের মাধ্যমে সনদ অনুমোদিত হলে পরবর্তী সংসদের গাঠনিক কাঠামো কী হবে, সেই কাঠামো কীভাবে সংবিধান তৈরি করবে, এবং ঐকমত্য কমিশন কী সুপারিশ দেবে—এই পুরো প্রক্রিয়ায় সরকারের সিদ্ধান্ত কী, সেটার ওপর নির্ভর করে এনসিপি সনদে স্বাক্ষর করবে।

নাহিদ ইসলাম জোর দিয়ে বলেন, সরকার যেন এই পথে যৌক্তিকভাবে এগিয়ে জুলাই সনদ বাস্তবায়নে পদক্ষেপ নেয়।

নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি: পক্ষপাতিত্বের অভিযোগ

এনসিপি প্রধান চলমান নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, কমিশনের বর্তমান আচরণ স্বচ্ছ ও নিরপেক্ষ মনে হচ্ছে না এবং সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইসি যেভাবে কার্যক্রম করার কথা, সেটা করছে না।

  • পক্ষপাতিত্ব: নাহিদ ইসলাম ইসির বিরুদ্ধে কিছু কিছু দলের প্রতি পক্ষপাতিত্ব এবং কারও প্রতি বিমাতাসুলভ আচরণের অভিযোগ এনেছেন।
  • সরকারের দায়: তিনি সরকারকে সতর্ক করে বলেন, বিগত সময়গুলোর মতো নির্বাচন হলে তার দায়ভার সরাসরি সরকারের ওপর আসবে। এই মুহূর্তে নির্বাচন কমিশন পুনর্গঠন করা জরুরি বলে দাবি করেন তিনি।

প্রধান উপদেষ্টার পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে যে ইসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তবে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকার এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে।

প্রশাসনে দলীয় ‘ভাগবাটোয়ারা’ নিয়ে উদ্বেগ

নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, সরকারি কর্মকর্তাদের পদায়ন দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক ভাগবাটোয়ারা হচ্ছে। বড় রাজনৈতিক ব্যক্তিরা নিজেদের মধ্যে আলোচনা করে এসপি, ডিসির জন্য তালিকা করে দিচ্ছেন এবং উপদেষ্টা পরিষদের ভেতর থেকেও সেই দলগুলোকে সহায়তা করা হচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, এভাবে চললে সরকার প্রশ্নবিদ্ধ হবে। তিনি অনিয়ম, দুর্নীতি ও রাজনৈতিক দলীয় পক্ষপাতের বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রধান উপদেষ্টার প্রতি জোর দাবি জানিয়েছেন।

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এনসিপি’র অবস্থান

তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, আইন উপদেষ্টা তাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের মতো আচরণ করলে নির্বাচন নিরপেক্ষ হবে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ঐকমত্য কমিশনে আলোচনা হয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদে এলে সেটা চূড়ান্ত হওয়া সম্ভব। তবে এর বাইরে তত্ত্বাবধায়ক সরকারে যাওয়ার কোনো সুযোগ নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top