ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্বাসরুদ্ধকর সুপার ওভারে হারলো বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্বাসরুদ্ধকর সুপার ওভারে ১১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও খেই হারাল বাংলাদেশ। দলকে জেতানোর গুরুদায়িত্ব দেওয়া হয়েছিল দুই নিয়মিত ওপেনার সৌম্য সরকারসাইফ হাসানকে, কিন্তু আকিল হোসেনের নিয়ন্ত্রিত বোলিং ও টাইগার ব্যাটসম্যানদের ব্যর্থতায় শুরুতেই এলোমেলো হয়ে যায় পরিকল্পনা।

১১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়েও বাংলাদেশ পায় এক বিশৃঙ্খল সূচনা। আকিল হোসেনের প্রথম ডেলিভারিটি ওয়াইড হওয়ার পর, পরের বলেই সৌম্য সরকার স্লগ করে দুই রান নেন। তবে তৃতীয় আম্পায়ার বলটি ‘নো-বল’ ঘোষণা করলে বাংলাদেশের সামনে আসে ফ্রি হিটের অপ্রত্যাশিত সুযোগ। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি সৌম্য, ফ্রি হিটে তিনি কেবল এক রান নিতে সক্ষম হন।

এরপরের দুই বল থেকে সাইফ হাসান নেন দুটি সিঙ্গেল। ফলে বাংলাদেশের সামনে সমীকরণটি আরও কঠিন হয়ে দাঁড়ায়: ৩ বলে প্রয়োজন ৫ রানের!

চাপ বাড়ার মুহূর্তে ওভারের চতুর্থ বলেই বাউন্ডারি হাঁকাতে গিয়ে স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য সরকার। এতে দলের ওপর চাপ আরও বেড়ে যায়। পঞ্চম বলে নতুন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত কেবল এক রান নিতে সক্ষম হলে শেষ বলের সমীকরণ চরম উত্তেজনায় মোড় নেয়।

(এই সময়ে) ছোট লক্ষ্য তাড়া করতে গিয়েও নিয়মিত উইকেট পতন এবং সিঙ্গেল নির্ভর ব্যাটিংয়ে বাংলাদেশের সুপার ওভারের পারফরম্যান্স দলের সমর্থকদের হতাশ করে তোলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top